বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি – আইনমন্ত্রী

48

কাজিরবাজার ডেস্ক :
বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। নতুন দলের নিবন্ধনের জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা ৭৫টি। তার মধ্যে ৭৩টি রাজনৈতিক দলের আবেদনই নামঞ্জুর করা হয়েছে। দুটি আবেদন অধিকতর যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।