ক্যান্সার রোগীর সেবায় মানবতার ঘর

2

গত বছর করোনা কালীন কঠিন পরিস্থিতিতে খাদ্য ও বস্ত্র সহোযোগিতা করে সবার মন জয় করেছে “মানবতার ঘর” সিলেট। জানা যায় তারা এই পর্যন্ত সহস্রাধিক পরিবারকে সহোযোগিতা করেছেন খাদ্য ও বস্ত্র দিয়ে। এবারো এমন সহযোগিতা সহ এক চিকিৎসা বিষয়ক ব্যতিক্রমী আয়োজন করেছেন ক্যান্সার রোগীর পাশে মানবতার ঘর সিলেট এই শ্লোগানে। ইন্ডিয়ার বিখ্যাত ক্যান্সার হসপিটাল হেলথ কেয়ার গ্লোবাল (এইচসিজি) এর সাথে তাদের এ চুক্তি হয়। মানবতার কল্যানে দাতব্য সেবা দেওয়ার স্বার্থে বিশেষজ্ঞ সব ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট ব্যবস্থা ও পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই উন্নত স্বাস্থ্য সেবা নিতে ভারত যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হচ্ছে না বলে আপাতত টেলিমেডিসিন ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মাসে অন্তত দুই বার সরাসরি ইন্ডিয়ার বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হবে।
জানা যায় এ বিষয়ে তারা স্বাস্থ্য সেবা বিষয়ক নতুন প্রকল্পের অভিষেক অনুষ্ঠানেরও অফিসিয়াল সিদ্ধান্ত নেন। কিন্তু লকডাউন ও বর্তমান পরিস্থিতির কারনে আপাতত স্থগিত রেখে তারা স্বল্প আকারে নগরীর দুটি স্থানে বিলবোর্ড স্থাপন ও সোশ্যাল মিডিয়া প্রচার মাধ্যমে শুরু করেছেন। তারা জানান পরবর্তিতে পরিস্থিতিতি স্বাভাবিক হলে বিভিন্ন গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ উপস্থিতিতে এ সেবার বিষয়ে অভিষেক অনুষ্ঠান করা হবে। এর প্রেক্ষিতে বর্তমানে সংশ্লিষ্ট বিষয়ে সেবা পেতে এপয়েন্টমেন্ট নিতে এই নাম্বারে ০১৩২২২৯৮৫৫৫ এবং বিশেষ দরকার হলে ০১৭১৬৫৪৩১০৯, ০১৭১১৩৯৯১০৯ এই নাম্বারে সকাল ১০:৩০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ) ফোন করে এপয়েন্টমেন্ট এর জন্য বললে তার এপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি