বিজয়ের মাস ডিসেম্বর

80

জেড এম শামসুল :
আজ ৩ ডিসেম্বর ১৯৭১ সালের এদিনে মুক্তিবাহিনীর অব্যাহত হামলায় হানাদার বাহিনী অস্থির হয়ে উঠে। সীমান্তিক অনেক স্থান ছেড়ে শহরের দিকে অগ্রসর হচ্ছে। এদিন ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনীর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিম বঙ্গের কলকাতায় উপস্থিত হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহ লাখ লাখ শরণার্থীদের খোঁজ খবর নেন। এদিন পাকিস্তানী হানাদার বাহিনী ভারতের বিভিন্ন স্থানে মর্টার হামলা চালায়। যেসব স্থানে বাঙালি শরণার্থী ও মুক্তিযোদ্ধারা অবস্থান করছিল সেসব স্থানগুলোর মধ্যে অমৃতসর, পাঠান কোর্ট, শ্রীনগর, অস্থীপুর দিল্লীর সন্নিকটে আগ্রার বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। এই দিনেই ভারতের মন্ত্রী সভা এক জরুরী বৈঠকের পর তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি ভিভি গিরি কর্তৃক সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এদিন গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দেন। যাহা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ প্রতিটি বেতার কেন্দ্র কে এক সাথে প্রচার করা হয়। এদিন রাতে হানাদার বাহিনীর হামলার প্রতিবাদে ভারতীয় বিমান বাহিনী হানাদার বাহিনীর উপর বিমান হামলা শুরু করে। তবে মুুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর গেরিলা হামলা অব্যাহত থাকে।