সম্যক প্রয়াস

6

মোঃ রুহুল আমিন :

পৃথিবী আজ বদলে যাচ্ছে
ভীষণ দুর্দম… রূপে,
উদ্ভিদ প্রাণী হুমকির মুখে
উষ্ণতার গ্ৰাস কুপে।

আজ জলবায়ু পাল্টে যাচ্ছে
বরফ যাচ্ছে গলে,
জলোচ্ছ্বাসে বহে বিলীন
হচ্ছে নদীর জলে।

পৃথিবীর সব উদ্ভিদ প্রাণী
আজকে ভীতি জনক ,
জলবায়ুর এ বিরূপ প্রভাব
নড়ে যদি….. টনক।

জলবায়ুর আজ পরিবর্তন
করতে ঐক্য গড়ি,
বৈশ্বিক উষ্ণ বিরূপ প্রভাব
বিষম সংকট পড়ি।

বৈশ্বিক উষ্ণ প্রান্তিক চাষি
পুষ্টিহীনতায় ভোগে,
মানব জীবন ধ্বংসাত্মক হয়
আজ প্রাণঘাতী রোগে।

বৈশ্বিক উষ্ণতার এ করাল
বিরূপ প্রভাব থেকে,
পৃথিবী আজ রক্ষা করা
সম্ভব জঙ্গল রেখে।

সবার ঐক্য কঠিন প্রয়াস
থাকলে সহায় হবে,
জলবায়ুর এ বিরূপ প্রভাব
পাবে রক্ষা … তবে।