স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ ও হবিগঞ্জে র্যাব পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের মাধবপুর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক’র সামনে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এসময় তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জলিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর (দক্ষিণপাড়া) এলাকার মৃত তারা মিয়ার পুত্র। একই দিন রাত ১১ টার দিকে চুনারুঘাটের মারুয়ারচক গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৯। গ্রেফতারকৃত মো. শফিক মিয়া (২৯) উপজেলার গণেষপুর নোয়াপাড়া এলাকার মৃত আরফান আলীর পুত্র।
অপরদিকে সুনামগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মো. কামরুজ্জামান (২২) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকার মৃত নুর উদ্দিনের পুত্র। এর আগে বুধবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ সদরের মদনপুর-দিরাই সড়কের মল্লিকা ট্রেডার্স নামক দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।