ছাতকে নগদের টাকা আত্মসাতের অভিযোগে আটক ২, অত:পর জেল-হাজতে প্রেরণ

6

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নগদ এর টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো, পৌরসভার মন্ডলীভোগ আবাসিক এলাকার ফারুক আহমদের ছেলে ফয়েজ আহমদ (২৬) ও উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (জৈন্তাপুর) গ্রামের আবুল বাশারের ছেলে মো.হামিদুল হক (২৪)। দু’জনকেই অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, পৌরসভার তাতিকোনা আবাসিক এলাকার মৃত দানিশ আহমদের ছেলে শাহিন আহমদ (৫৩) ডাক বিভাগের ডিজিটাল লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ এর ছাতক-দোয়ারাবাজার উপজেলার ডিস্টিবিউটর। আটক ফয়েজ ও হামিদ দু’জনই ডিস্টিবিউটর শাহিন আহমদের (ডিএসও) পদে কর্মরত ছিলো। ডিস্টিবিউটর শাহিন আহমদ ও বিভিন্ন এজেন্টের কাছে বিভিন্ন সময়ে আমানত ১০ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করে গত ২২ জুন নগদ কোম্পানীর কর্মরত ওই ডিএসও ফয়েজ ও হামিদ দু’জনেই উদাও হয়ে যায়। এ ঘটনায় ডিস্টিবিউটর শাহিন আহমদ বাদী হয়ে গত ২৩ জুন প্রতারনার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দু’জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-৯ একটি দল গত সোমবার বিকেলে সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে দু’জনকে আটকের পর ছাতক থানা পুলিশে সৌপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে প্রতারক দু’জনের রাখা ৪ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।