দিরাইয়ে খাঁচাবন্দি মেছো বাঘ

40

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে একটি খামারে পাতা ফাঁদে আটকা পড়েছে মেছো বাঘ। করিমপুর ইউনিয়নের শান্তিপুরে জুহুর হোসেন সরদারের হাঁসের খামারে পাতা ফাঁদে আটকা পড়ে এই বাঘটি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল মেছো বাঘটি সুনামগঞ্জ বনবিভাগে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে শান্তিপুর গ্রামের জোসেন সরদারের খামারের হাঁস প্রতিদিন রাতে খেয়ে যাচ্ছিল মেছো বাঘটি। ব্যাপারটি বুঝতে পেরে খামারি জহুর একটি বড় লোহার তৈরি ফাঁদ পাতেন।
মঙ্গলবার সকালে জহুর খামারে গিয়ে দেখেন পাতা ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়েছে। পরে বাঘটিকে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় বনবিভাগের কোনো কর্মকর্তা না থাকায় কর্মচারী আব্দুল হকের মাধ্যমে সুনামগঞ্জ বনবিভাগে পাঠান।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল মেছো বাঘটি সুনামগঞ্জ বনবিভাগে পাঠানোর বিষয়টি নিশ্চত করেছেন।