জ্ঞান-বিজ্ঞানের সূচনাকারী মুসলিম বিজ্ঞানীদের মতো গড়ে উঠবে দারুল আজহার শিক্ষার্থীরা – এডভোকেট নাসির উদ্দিন খান

5
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট আয়োজিত বার্ষিক ৬ষ্ঠ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, “জ্ঞান-বিজ্ঞানের সূচনা যাদের হাতে হয়েছে, সেসব মুসলিম বিজ্ঞানীদের মতো দারুল আজহারের সন্তানরাও একদিন গড়ে উঠবে জাতির সম্পদ হয়ে। শুধু ক্লাসের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, তা হয়না! গভীর অধ্যবসায় এবং গবেষণায় একদিন তারাও হবে যুগের ইবনে সীনা, ইবনে হাইযান। আমি এই মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সেই আশাই করি।”
গত ২৩ নভেম্বর বুধবার দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে নগরীর শাহজালাল উপশহরস্থ মাঠে আয়োজিত বার্ষিক বিজ্ঞান মেলা ২০২২ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞানের নানা প্রজেক্টে সজ্জিত হাজার হাজার দর্শকে জমজমাট এই মেলা উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান।
দারুল আজহার সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা’র সভাপতিত্বে এবং আইসিটি প্রভাষক ইহসানুল হক হৃদয় ও খ্যাতিমান উপস্থাপক মাওলানা আলী হুসাইন খান ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আজহার ফাউন্ডেশন বাংলাদেশের ম্যানেজিং ট্রাস্টি ও উত্তরা প্রধান ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সুলাইমান আহমদ হুজাইফার স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ওসমানী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তোফায়েল আহমেদ, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের গভর্নিং বডির পরিচালক ও বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এ এস এম জি কিবরিয়া, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের গভর্নিং বডির পরিচালক ও সুপ্রিম ফার্নিচারের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ জসীম উদ্দীন, জেনারেল কাউন্সিল সদস্য জাহাঙ্গীর হোসেন সুমন ও মাওলানা আব্দুল কাদির, আল আরাফাহ ব্যাংকের সিনিয়র অফিসার আখলাকুল মাওলা বাহার, বিশিষ্ট চিকিৎসক ডা. শাফিয়া সুলতানা মারদিয়া, বিশিষ্ট ব্যাংকার তাহরিমা হক জনি, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা এনামুল করীম জুনাইদ, বিজয় বাংলা সম্পাদক মাওলানা নিজামুদ্দীন মিসবাহ, জামেয়া জিন্নুরাইন সিলেটের প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, ব্যাংকার তাফহিমুল হক, তরুণ আলেম মাওলানা আহমদ জাকারিয়া, শাহজালাল ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা রুহুল আমীন, সাইফুল ইসলাম জলীল, লিটন আহমদ জুম্মান, রুহুল আমিন, মোস্তফা আহমদ সোহান প্রমুখ। বিজ্ঞপ্তি