বিশ্ব রক্তদাতা দিবস পালিত ॥ রক্তদানের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকিসহ অনেক রোগ থেকে নিরাপদ থাকা যায়

12

সারা দেশের ন্যায় সিলেটে বিশ^ রক্তদাতা দিবস পালিত হয়েছে। ‘গিভ ব্লাড এন্ড কিপ দ্যা ওয়ার্ল্ড বিথিং’  (Give blood and keep the world beating)-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে এ দিবসটি পালন করা হয়। করোনা সংক্রমনের কারনে প্রোগ্রাম সংকোচিত করা হয়। ১৪ জুন বিশ^ রক্তদাতা দিবস উপলক্ষে সকালে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রধান ফটকে ব্যানার টাংগিয়ে এখানে আগত রক্তদাতা ও রক্তগ্রহীতাদের স্বাগত জানানো হয়। পরে মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রে আগত রক্তদাতা ও রক্ত গ্রহীতাদেরকে ফুল ও চকলেট উপহার দিয়ে সম্মনিত করেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্য নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, কার্য্য নির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ ও মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান প্রমুখ।
রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এটা ইচ্ছা থাকলেও সবসময় করা যায় না। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু মানুষকে বাঁচানোর পাশাপাশি নিজে ক্যান্সারের ঝুঁকিসহ অনেক রোগ থেকে নিরাপদ থাকা যায়। তিনি এসকল বিষয়ে মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি