নেছার আহমদ নেছার
যতই আলোর পথে চলতে চেয়েছি
পারিনি হতে আলোকিতÑ
ঘন অদৃশ্য অন্ধকার ঘিরে রইল চারিপাশ;
কেন? কেন? এমন হলো কেন?
উত্তরটা স্রষ্টাই জানেন!!
না জানি কোন অবিনাশী প্রেতাত্মা সঙ্গীহলো আমার
শুধু শুধু বিদ্বেষের আগুন জ¦ালতে।
স্বজন আমায় ভাল বাসেনা
যার যতনে আমি লালিত;
আমায় হাঁসতে দিল না কাঁদালো জীবন ভর;
শত কাহিনী ইতিহাস হলো আমার ব্যাদনার খাতায়।
আমি কি সব পেরেছি রাখতে লিখে?
সবটা পারিনি।
যাক দুর্ভাগা নিজেকেই বলবো চিরকাল
স্বরূপে স্বাধীকার নিয়ে বাঁচতে পারলাম কৈ?
একটু ¯েœহ আদর পেতে বড় কাঙ্গাল ছিলাম
যার আদরে প্রেরণা পেতাম
আমার শত স্বপ্নের পৃথিবী রাঙ্গাতে,
যার সোহাগ আর আদর্শ
আমাকে আলোকিত করে রাখতো সারাক্ষণ
সে নেই, আমার প্রিয় জন্মদাতা নেই,
বহু বছর আগেই চলে গেছেন;
তাই আলোর চেয়ে আধারেই আমার সাথী হলো।
হয়তো জানি একদিন সব ভুলের অবসান হবে
সেই প্রত্যাশায় পথ চেয়ে খুঁজি আলোর ঠিকানা।