বাঘ আর খোকা

8

আদনান আহমদ :

খোকন সোনা ভিষণ খুশি
দেখতে যাবে বাঘ
হঠাৎ করে বৃষ্টি এলো
উঠলো খোকার রাগ।

ঘরে কোন ছাতা নেই
থামে না কেন বৃষ্টি?
জানালার দিকে তাকিয়ে খোকা
সরে না তার দৃষ্টি।

খেয়া ঘাটে নৌকা বাঁধা
লাগবে শুধু মাঝি
খোকার জন্য বৈঠা ধরতে
কে আছো তোর রাজি?

ঠান্ডা লেগে বাঘ মামার
পালটে গেল স্বর
রাতের বেলা কাঁপুনি দিয়ে
এতো তার জ্বর।

খবর শুনে খোকন সোনা
দৌড়ে ছুটে আসে
বানর ছানার নৃত্য দেখে
দুইজন মিলে হাসে।