ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে করণীয় শীর্ষক কর্মশালা সম্পন্ন

4

দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় এবং আইডিয়া কতৃক বাস্তবায়নকৃত পিস প্রকল্পের আওতায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার সকালে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে পুলিশ, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এক কর্মশালার আয়োজনকরা হয়। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহিদ উল্লাহ তালুকদার এর সভাপতিত্তে কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সির কোষাধক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আহসান উদ্দিন এবং দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদিন।
দি এশিয়াফউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হামিদুল হকের প্যানেল সঞ্চালনায় এবং আইডিয়ার প্রোগ্রাম কো অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরীর উপস্থাপনায় কর্মশালায় উক্ত ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ মোট ১১০জন উপস্থিত ছিলেন। পিস প্রকল্পটি কমিউনিিিট পুলিশিং এ্যাপ্রোচে উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে আইন-শৃঙ্খলাবাহিনীর হাতকে শক্তিশালীকরণে কাজ করছে। কর্মশালাটির উদ্দেশ্য হলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ বিষয়ে জ্ঞান-সমৃদ্ধ করা। যাতে করে তারা উগ্রবাদীদের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং তাদের নিজস্ব চৌহদ্দির মধ্যে অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে পারে। পাশাপাশি, উগ্রবাদ সংক্রান্ত্র তথ্যাদি পুলিশের কাছে হস্তান্তর করার মাধ্যমে উগ্রবাদ দমনে পুলিশকে সহায়তা করতে পারে। পিস প্রকল্পটি সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানাসহ সিলেট জেলা পুলিশের জৈন্তাপুর ও গোলাপগঞ্জ নিয়ে মোট আটটি থানায় বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালাটি বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন আইডিয়ার উপজেলা ফেসিলিটেটর শৈলেন্দ্র দেবনাথ এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিষ্টার সৈয়দ জয়নাল আবেদিন আবেদ। বিজ্ঞপ্তি