স্পোর্টস ডেস্ক :
বড় এক জয়ের মাধ্যমেই ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা সম্পন্ন করল দারুণ ছন্দে থাকা ইতালি। ঘরের মাঠে এদিন চেক রিপাবলিকের জালে এক হালি গোল দিয়েছেন ইতালির আক্রমণভাগের ফুটবলাররা। আর ম্যাচটি ৪-০ গোল ব্যবধানে জিতেছে রবার্তো মানচিনির শিষ্যরা।
গত বছরের নভেম্বরের পর থেকে এখনো অপরাজিত রয়েছে ২০১৮ সালের ব্রাজিল বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামার আগে টানা ছয় ম্যাচে জয় ছিল তাদের। এই ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে ১৭টি গোল করলেও একটি গোল হজম করতে হয়নি তাদের।
জয়ের ধারা অব্যাহত রাখতেই শুক্রবার রাতে মাঠে নামেন স্বাগতিকরা। আর ইম্মোবিলের কল্যাণে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ২৩তম মিনিটে। একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে চেক রিপাবলিকের একজনের হেডে বল পেয়ে যান লাৎসিওর এই স্ট্রাইকার। তার শট সফরকারীদের একজনের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারেল্লা। ইন্টার মিলানের এই মিডফিল্ডারের শট একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে যায়।
ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান তিনগুণ করেন ইনসিনিয়ে। ইম্মোবিলের থ্রু পাসে চমৎকার আড়াআড়ি শট নেন নাপোলি ফরোয়ার্ড। ঝাঁপিয়ে বলে হাত ছুঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি চেক পাভলেঙ্কো।
৭৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলেন বেরার্দি। ইনসিনিয়ের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে ঠা-ার মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সাসোলোর এই ফরোয়ার্ড।
আগামী ১২জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইতালি। এই দুই দলের সঙ্গে ‘এ’গ্রুপে আছে ওয়েলস ও সুইজারল্যান্ড।