সুনছড়া চা-বাগানে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল

15

ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন মৌলভীবাজারের আলীনগর চা-বাগানের ফাঁড়ি সুনছড়া চা-বাগানে গত ২৮ মে রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা ও চা-শ্রমিক যুব-সংঘের সাধারণ সম্পাদক স্বপন নায়েক মারাত্মক আহত ও সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে হরিনারায়ন হাজরার বাড়ি ভাংচুর এবং ৭ টি গরু, ৫ টি ছাগল, দোকানের ক্যাশ ও একটি দানবাক্স লুট এর ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ২ জুন সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করা হয়। শহরের কোর্টরোড (মনুসেতু সংলগ্ন) কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মিয়া, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেন।
নেতৃবৃন্দ চা-শিল্প রক্ষা ও শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে চা-বাগানের কাঁচা পাতা চুরি, ছায়াবৃক্ষ নিধন বন্ধ, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বে-আইনী বরখাস্ত আদেশ প্রত্যাহার করে শ্রমিকদের কাজে পুনর্বহাল, বাড়িঘরে ভাংচুর, গবাদি পশু ও অর্থ লুটপাটের সাথে জড়িত বহিরাগত সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তি বিধান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ এবং লুটপাটকৃত গবাদি পশু ও অর্থ উদ্ধারের দাবী জানান। বিজ্ঞপ্তি