বাজার সমাচার

39

রুশো আরভি নয়ন :

চালের কেজি ষাট টাকা
কেমনে কিনি চাল?
দূরে থাক শত টাকার
দেশি মসুর ডাল।

মাংস আমি খাইনা এখন
চুলকানিতে ধরে,
মাছ কিনতে গেলে প্রাণ
ধরপরিয়ে মরে।

লেবুর গাঁয়ে উষ্ণতা আজ
চল্লিশ টাকা হালি,
ফিরে আসি বাজার থেকে
মুখে গুজে বালি।

সবজিতে উপোস আমার
মেরুদ- বাঁকা,
রক্ত মাখা দেহ নিয়ে
এইতো বেঁচে থাকা।