চোলাই মদসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

স্টাফ রিপোর্টার :
এয়ারপোর্ট থানা এলাকা থেকে চোলাই মদসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (১৯ মে) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাক্ষণবাড়ীয় জেলার নবীনগর থানার বরইকান্দি গ্রামের মৃত শাহদে আলীর পুত্র বর্তমানে নগরীর শেখঘাট কলাপাড়ার দুর্বার ১২৬ নং বাসার বাসিন্দা মো: শওকত আলী (৩৬), এয়ারপোর্ট থানার রঙ্গীটিলার সুলেমান হোসেনের পুত্র মো: সাইদ আহমদ (২৪), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ভাটাপাড়া গ্রামের মো: ছানফর আলীর পুত্র বর্তমানে নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা শাহ আলম (২২), সিলেটের গোয়াইনঘাট থানার দেনাগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র জাকারিয়া আহমদ (২৪), এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের মো: হাসমত আলীর পুত্র মো: জাহাঙ্গীর আলম (২৮), সিলেট নগরীর বাদাম বাগিচা ৪৮/১ নং বাসার মৃত আব্দুল শহিদের পুত্র মো: শাকিল হোসেন (৩০), সিলেটের দক্ষিণ সুরমা থানার পশ্চিমবাগের মৃত সোলেমান মিয়ার পুত্র কামাল আহমদ (৫৫) ও নগরীর কাজলশাহ ৩৬ নং বাসার মৃত আবুল হোসেনের পুত্র মো: সবুজ হোসেন (৩৮)।
র‌্যাব জানায়, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানার তেলীহাটি সাকিনস্থ দূর্গামন্দির সংলগ্ন অনিকগঞ্জু এর মুদি দোকানের পাশের টিন সেড ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ১৬ লিটার দেশীয় চোলাইমদ উল্লেখিত ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়ে আসামী দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।