জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

11
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার সকল ইউনিয়ন ও নগরীর অসহায় মানুষের মধ্যে মাহে রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করছেন নেতৃবৃন্দ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ২৪ এপ্রিল শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্দিয়ারচর গ্রামে ও ২নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিনী লন্ডন প্রবাসী মহিয়সী নারী রাবেয়া তাহেরা মসজিদ এর অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ সিলেট নগরীর বিভিন্ন অঞ্চলের ২ হাজার পরিবারের মধ্যে চাল ৮ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার, ছোলা ১কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ডাল ১ কেজি সহ মোট ২০ কেজির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য আপ্তাব উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা হেলাল আহমদ, সিলেট জেলা ফুটবল দলের গোলকিপার আজিজ রহমান,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ। সমাজকর্মী রুহুল আহমদ, ফারুক মাহমুদ মইন, সাহাব উদ্দিন, রুবেল আহমদ, মানিক মিয়া, আব্দুল মোমিন ও ইবাদুর রহমান প্রমুখ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মানবতার কল্যাণে নিবেদিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৯ সালে মোগলাবাজারে ট্রাস্ট পরিচালনা কমিটি গঠন করে অসংখ্য সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্বোধনী দিনে ২টি স্থানে দুইশত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২৫ এপ্রিল রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার সংলগ্ন খেলার মাঠে ও বারইগ্রাম মাদরাসা প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ধারা দক্ষিণ সুরমা তথা সিলেটে অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি