গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় ৬ আসামীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৮ মার্চ তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, সিএনজি ড্রাইভার বাদাই মিয়া, কাইয়ূম, রেজন, আলী, সাহেদ, সাইদুর রহমান।
জানা যায়, গত ২২ মার্চ গোলাপগঞ্জ বাজারের ’হাসিবা ট্রেডার্স’ এর বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সিলেটে নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। গ্রামের রাস্তায় প্রবেশের পর রাস্তায় কলাগাছ ফেলে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। এ সময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।
এ ঘটনার সাথে সাথেই ৬ আসামীকে আটক করা হয়। ২ দিন করে তাদের দুই দফা রিমান্ড শেষে গত ২৮ মার্চ জেল হাজতে প্রেরণ করেন আদালত।
এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, হত্যাকন্ডের পর ৬ জনকে আটক করে দুই দফা রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হবে। (খবর সংবাদদাতার)