কবি হওয়ার স্বপ্ন

19

জিয়াউর রহমান জিয়া :

লিখতে বসে অনেক কিছু
চাই যে আমি লিখতে,
এখনও বাকী মোর
অনেক কিছু শিখতে।

কবি যারা কেমনে যে
মেলান তাঁরা ছন্দ,
তাদের লেখা পড়ে আমি
পাই মনে আনন্দ।

কেমন করে লিখবো আমি
পাইনা খুজে ভাষা,
মনের মধ্যে ছিলো আমার
অনেক বড় আশা।

স্বপ্ন এখন লোকে আমায়
ডাকবে বলে কবি,
মনের মধ্যে দুঃখ যতো
ভুলে যাবো সবি।

কবি হওয়ার স্বপ্ন আমার
হয় যেন পুরণ,
দোয়া করবেন আগে যেন
না হয় মরণ।