সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় আদালতে মামলা

15

আল হেলাল সুনামগঞ্জ থেকে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করার অভিযোগে ৩ ব্যক্তির নামে সুনামগঞ্জ আদালতে রবিবার একটি মামলা দায়ের করা হয়েছে। ওলামালীগের কর্মী ক্বারী আবুল বাশার বাদী হয়ে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৫০০/৫০১/৪২৪/৩০৭/৫১১/১৫৩/ (এ ) / ৩৪ ধারায় পিটিশন মামলা নং ৫৭/২০২১(ছাতক) মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় জেলাজুড়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, গত বছরের ২০ অষ্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে ছাতক উপজেলার জাউয়াবাজার সাহিত্যিক পাড়া গ্রামের কদরিছ আলীর পুত্র আব্দুর রহমান, একই উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র সেলিম সরদার ও সিলেটের বিয়ানিবাজার উপজেলার রামদাকামল্লিক গ্রামের আছাদুর রহমান চৌধুরীর কন্যা চৌধুরী তাহমিনা রহমানের বিরুদ্ধে ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বানর আকৃতির তৈরি করে সামাজিক যোগাযোগে মাধ্যমে প্রচার করে মান সম্মান হানিকর ঘটনা ঘটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাতক ওলামালীগের সদস্য ক্বারী আবুল বাশার বাদী হয়ে ৩ ব্যক্তির নামে আমল আদালতে পিটিশন মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে ছাতক থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ব্যাপারে মামলার বাদী ক্বারী আবুল বাশার জানান, দেশের চার বারের সফল প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ মন্ত্রীদের ছবি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বিকৃত করে বানর বানিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম ফেইসবুক আইডি দিয়ে প্রচার ও প্রকাশ করে ফৌজদারি অপরাধ করেন তারা। এ ব্যাপারে অফিসার ইনচার্জ শেখ নাজিম আলম এ মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নিদের্শনা মোতাবেক তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করা হবে।