সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জাতীয় পতাকার স্ট্যান্ডে পতাকা না বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। ঘন্টার পর ঘন্টা সময় ধরে জাতীয় পতাকার অবমাননা হতে থাকলেও পতাকা সমুন্নত করতে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বেলা ২ টায় ৫২ মিনিটে সদর হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকাটি স্ট্রন্ডেরে নিছে পরেআছে। হাসপাতালের ইনডোরে গেলে কাউকে পাওয়া যায়নি।
জাতীয় পতাকার অবমাননা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেক দেশপ্রেমিক নাগরিক। জাতীয় পতাকা অবমাননায় হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় নিয়ে আশার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।
জাতীয় পতাকা অবমাননার বিষয়ে সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি হাসপাতাল সুপার ও আবাসিক মেডিকেল অফিসারের উপর এর দায় চাপান।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।