স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ভালো জায়গায় পৌঁছে দিলেন ক্রেইগ ব্রাথওয়েট। অধিনায়ক হিসেবে পেলেন সেঞ্চুরিও। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে দলের রান ৩৫৪। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের পর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩৬ রান করে দিনের খেলা শেষ করে। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ২১৮ রানের লিডে আছে।
প্রথম দিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ১২০ রানের মধ্যে চার উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই জায়গা থেকে দলকে টেনে তোলার মূল দায়িত্ব কাঁধে তুলে নেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। ৩১১ বল খেলে ১২৬ করেন ওপেনার। মারেন ১৩টি বাউন্ডারি।
ব্রাথওয়েটকে যোগ্য সঙ্গত দেন কাইল মেয়ার্স (৬১ বলে ৪৯)। চতুর্থ উইকেটে এই জুটি তোলে ৭১ রান। পরে জেসন হোল্ডার (৩৪ বলে ৩০) এবং আলজারি যোসেফও (৪১ বলে ২৯) অবদান রাখেন। তবে সেরা চমক ফের রাখিম কর্নওয়াল। ৯ নম্বরে নেমে তিনি ৯২ বলে ৭৩ করে যান। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩৫৪। প্রথম টেস্টে মূল্যবান ৬১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন কর্নওয়াল। শ্রীলঙ্কার পক্ষে সফল বোলার সুরঙ্গা লাকমল। ডানহাতি এই পেসার ৭২ রানে ৩ উইকেট নিয়েছেন।