নাগরিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে ——অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

7
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি হিসেবে আমরা সাহসী ও চির সংগ্রামী। ইতিহাসের প্রতিটি স্তরে আমাদের রয়েছে বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা অর্জন আমাদের সোনালী অর্জন। জাতির বীর সন্তানেরা একটি স্বাধীন দেশ, সুরক্ষিত সীমানা ও লাল সবুজের একটি পতাকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শহীদের রক্তে এই ভূমি উর্বর হয়েছে। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এসেও আমরা স্বাধীনতার পুরো স্বাদ থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে দেশে যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এটা সত্য। তবে মহান স্বাধীনতার মুলনীতি আজো বাস্তবায়ন হয়নি। মানুষের মৌলিক অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি। সামাজিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচারের জন্য আমাদের অর্জন আজ বিসর্জনে পরিনত হয়েছে। শুধুমাত্র আদর্শিক ভিন্নতার কারণে নিরপরাধ থাকাও স্বত্তেও একটা গোষ্ঠীর উপর হত্যা, গ্রেফতার, হামলা-মামলা ও নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। অপরদিকে ক্ষমতার মোহে প্রকৃত অপরাধী চক্র দিব্যি সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। এভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারেনা। মানব জাতিকে শোষনমুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ উপহার দিতে এসেছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) এর দেখানো পথেই দেশ, জাতি, রাষ্ট্র ও সমাজের প্রকৃত কল্যান ও মুক্তি নিহিত। এর আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত সামর্থ অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য দেশপ্রেমিক জনতাকে শপথ নিতে হবে। নাগরিকের অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর আখালিয়া এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকটি বিশেষজ্ঞ চিকিৎসক টীমের তত্ত্বাবধানে ২ শতাধিক অসহায় অসুস্থ মানুষকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা জামায়াতের আমীর মুফতি আলী হায়দার, জামায়াত নেতা মুহাম্মদ ফয়জুল হক, মোঃ তারেক মিয়া বাবুল মেম্বার, রিয়াজ মিয়া, আব্দুল মাজিদ, বদরুল হক, শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট সালেহ আহমদ, ফেরদৌস আহমদ, কাওসার আহমদ, জয়নাল আবেদীন, ফয়জুল আলম, ফাহিম আহমদ, আবুল হোসেন মুন্না, মাওলানা কামরান আহমদ, সোয়েব আহমদ, শিহান আহমদ, হোসাইন আহমদ, আব্দুল জব্বার ও ওয়ারিছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি