কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৪ মে সোমবার সকাল ১০ টায় মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লুৎফুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক জব্বার, দি বাংলাদেশ টুডে কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা: মোজাহের হোসেন, ডা: বুরহান উদ্দিন, কবি শহীদুর রহমান সায়েদ, ব্যবসায়ী মাইদুর রহমান কাবুল, সাংবাদিক এস এম এবাদুল হক, ফাত্তাহুর রশীদ চৌধুরী মাহফুজ, মাও: মাশহুদ আহমদ, লুৎফুর রহমান শিপন, শামছুল ইসলাম, নাজমুল চৌধুরী, মিজানুর রহমান মুকুল, আব্দুল খালিক, জুবেল আহমদ, ওলীউর রহমান প্রমুখ।
কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ এর সাথে আর ১২টি ইসলামী সংগঠন সার্বিক সহযোগিতা করেছেন।
অনুষ্ঠানে ৫০ জন রোগীকে অপারেশন ও ৫৫০ জন রোগীকে অন্যান্য চিকিৎসা প্রদান করা হয়।