ভাঙাগড়া

11

রুস্তম আলী :

দুনিয়াতে চলে শুধু
ভাঙাগড়ার খেলা
এক বেলা হারাবার
পাবার আরেক বেলা।
আজকে যেখানে নদী
কাল মাটিতে ভরাট
হতে পারে গ্রাম শহর
কিংবা চাষের মাঠ।
আজ যে রাজা কাল
হতে পারে সে ফকির
এটাই তো যুগে যুগে
পরিহাস নিয়তির।
শক্তির দাপটে যার
যৌবন অরাজকতায়
পৌঢ়কালে ক্ষীণ হয়ে
নিতে হয় বিদায়
যুগে যুগে পৃথিবীতে
কিছু চিরস্থায়ী নয়
ভাঙাগড়ার খেলাই
চলছে সব সময়।