বিশ্বনাথে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

16

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ^নাথের এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অধ্যক্ষের দেওয়া উন্নয়ন বিরোধী আবেদন প্রত্যাহার, এডহক কমিটি গঠনপূর্বক সাধারণ সভা আহ্বান ও বিগত ২০ বছরের আয়-ব্যয় হিসাব প্রদানের দাবি জানান তারা। সোমবার (৮ মার্চ) সকালে মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে এলাকাবাসী এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অধ্যক্ষ আবু তাহির মো. হোসাইনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, পুলিশি তদন্তসহ বিভিন্ন দপ্তরের তদন্তে প্রমাণিত হয়েছে অধ্যক্ষ আবু তাহির একজন দুর্নীতিাবজ। কাজেই অনতি বিলম্বে নি:শর্ত পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক এহসানুর রহমানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুন নুর, ইউপি সদস্য আমির আলী, আলহাজ¦ লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো: ফারুক, গ্রামের মুরব্বি শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, ধন মিয়া, লাল মিয়া, নিজামুল ইসলাম, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোজাহিদ আলী ও শাহ রফিকুল ইসলাম রাসেল।