সোমা মুৎসুদ্দী :
মুজিব আছে স্মৃতি জাগানিয়া,
সাতই মার্চের ভাষণে।
মুজিব আছে এই বাংলায়,
বাঙালি মনের আসনে।
শেখ মুজিবুর মিশে আছে,
বাংলার ফুল ফলে।
শেখ মুজিবুর মিশে আছে,
পলিমাটি নদী জলে।
বাঙালি জাতি আজো ভুলেনি,
শেখ মুজিবের অবদান।
দেশের জন্য দিলেন তিনি,
বিলিয়ে নিজের প্রাণ।