অগ্নিঝরা মার্চ

7

জেড.এম. শামসুল :
আজ ৩ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহিনীর গুলি বর্ষণের প্রতিবাদে সারাদেশে শোক দিবস পালন করা হয়। ২ মার্চের পাকিস্তানী বাহিনীর বেপরোয়া গুলি বর্ষণ আর চরম নির্যাতন হরতালের সময় সাধারণ মানুষের উপর গুলি বর্ষণ ছাড়াও গ্রেফতার সহ নিহত আহতদের স্মরণে শোক পালনের সাথে সাথে সারাদেশব্যাপী হরতাল অব্যাহত থাকে এবং অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। শহর, বন্দর, গ্রামাঞ্চলেও পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে ছাত্র-জনতা বিদ্রোহী হয়ে উঠে। এদিন থেকে বাঙালি জাতির ঐক্যের বন্ধন আরো দৃঢ় হতে থাকে। মৌলানা ভাসানী, অধ্যাপক মোজাফফর সহ সকল প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে। এদিন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষিত সকল কর্মসূচীর প্রতি সমর্থন দিলে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এদিন বাঙালিদের উপর জারি করা কারফিউ সহ সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপের কারণে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ৩ মার্চ থেকেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ বিভিন্ন কর্মসূচী একটানা চলতে থাকে। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭ মার্চের গণজমায়েতের যোগদানের জন্য আহ্বান জানানো হয়। এদিন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুছ, নূরে আলম সিদ্দিকী প্রমুখের নেতৃত্বে গড়ে উঠা আন্দোলনে সর্বস্তরের ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এদিন স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণা করা হয়।