ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, আমাদের দেশ থেকে সামাজিক অবক্ষয় দূর করতে হবে। অনেকেই রাষ্ট্রের আইন মানতে বাধ্য নয়। সামাজিক অবক্ষয়ের কারণে এটা হয়। যার কারণ হলো পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষার অভাব ও সামাজিক অবক্ষয়ের কারণে এখনকার কিছু ছেলে মেয়েরা বড়দের এবং মা বাবার প্রতি যথাযথ সম্মান দেয় না। এটা থেকে আমাদের এখনই বেরিয়ে আসতে হবে। আমাদের রাষ্ট্রের আইন সঠিক ভাবে মানতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় সাধারণ মানুষ থেকে সবাই উন্নত সেবা পাচ্ছে। মহামারি করোনা সারা বিশ্বকে থমকে দিলেও বাংলাদেশের উন্নয়ন থেমে থাকেনি।
তিনি গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় রণধীর পাল কল্যাণ ট্রাস্ট আয়োজিত ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির নবপ্রতিষ্ঠিত রণধীর পাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও টিফিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে এই এলাকার মানুষ শিক্ষা বান্ধব।
রণধীর পাল কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক চয়ন পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) রফিকুল ইসলাম, থানার ওসি শ্যামল বণিক, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়মামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, রণধীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু মাধব ভট্রাচার্য, উপজেলা আওয়মালীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, আনা মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র দেব, উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোজাহিদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আশরাফ মিয়া সিরাজ, ইউপি সদস্য আব্দুজ জহুর শুকুর, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।