৭ কোটি টাকা ব্যয়ে কচুয়াবহর পালবাড়ি (ফেঞ্চুগঞ্জ-০২ (ল৩৩/১১, কেভি,১০/১৪এমভিএ) বিদ্যুৎ উপকেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন আমার নির্বাচনী এলাকায় কাজ প্রায় শেষ হলে পর্যায়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার ১০০% বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে আমরা আবারও সরকার গঠন করে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। আমার নির্বাচনী এলাকায় সবক্ষেত্রে আমি ব্যাপক উন্নয়ন করেছি তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে প্রেরণ করবে আমার বিশ্বাস।
পল্লী বিদ্যুৎ সমিতি এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা, ফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান ছুটু, সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন, মীর বাবলু, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী, যুবনেতা পারভেজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাহেদ আহমদ, সুরুক আহমদ, মির্জা মিটু, দেবব্রত দ্বীপ, মুমিনুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি