বাসন্তী প্রিয়তমা

9

মোঃ রাসেল হাসান :

আজ কোকিল ডেকে ভেঙ্গে দিল আমার কাঁচা ঘুম,
বসন্ত আজ দিয়ে গেল আলতো করে চুম।
স্বপ্নে দেখি মোর প্রিয়সী
আমার জন্য বেশ উদাসী
হাজার ফুলে সেজে এসে উঠলো আমার কোল।
ভাঙল যখন মিথ্যা স্বপন পড়লো হিয়ায় রোল।

খোঁপায় গাঁথা চামেলী, জুই, অশোক ফুলের পাপড়ি,
গলে ছিল কৃষ্ণচূড়ার আগুন ঝরা ঝাপড়ি,
গালে ছিল অপার যাদু,
ওষ্ঠে খোদার রাখা মধু।
স্বর্গ থেকে আসলো যেন এই রূপসী হুর!
দুজন মিলে গিয়েছিলাম
অনেক বহুদুর।

আমি শোনায় কাব্য এবং সে শুনালো গান।
একটি কোকিল দিয়েছিল ভাঙিয়ে অভিমান।
গানের ফাঁকে চুম দিত সে।
দীঘল, আঁধার চুল বাতাসে
দুলছিল আর ছড়াচ্ছিল স্বর্গীয় এক ঘ্রাণ।
হঠাৎ আমার মধুর স্বপ্নের ঘটলো অবসান।

মনের প্রিয়া মনেই আছে, হয়নি প্রিয়সী।
ভিনদেশি ওই প্রিয়াটাতো চাঁদের অধিবাসী।
দেখাই দুইয়ের হবে নাকো,
মিথ্যে স্বপ্ন কেন আঁকো!
জানালে শুধু বসন্ত এসেছে, আসোনি তুমি প্রিয়তমা-
তুমিই বলো এর শাস্তি কি দিব, নাকি করে দিব ক্ষমা।