এইচ এম কবির আহমেদ :
শিক্ষার আলোয় বীজ বুনেছেন
করেন জ্ঞানের চাষ,
ছড়িয়ে দিতে দেশ-সমাজে
খাটেন বারো মাস।
জাতি গড়ার মহান নেতা
ঝরছে কতো ঘাম,
শিক্ষার আলো ছড়িয়ে দিতে
চলছেন অভিরাম।
শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ
জ্বালান মনে আলো,
শিক্ষার আলোয় গড়ে সমাজ
দূর হয়ে যায় কালো।
শিক্ষক হলেন জাতি গড়ার
আলোর মশাল যাত্রী,
গড়ছে সমাজ শুভ্র জাতি
হাসছে দিবস রাত্রি।
আদর্শতায় পুণ্য তারা
আঁধার পথের বাতি,
শ্রদ্ধা-ভরা ভালোবাসা
গড়েন তারা জাতি।
শিক্ষক হলেন আলোর প্রদীপ
শিক্ষক গুরু-জ্বী,
তাদের ছোঁয়ায় জর্জ-ব্যারিষ্টার
হচ্ছে কতো-কি!
বদলে যাবে মানুষ-সমাজ
বদলে যাবে দেশ,
শিক্ষার আলোয় জাগবে বিবেক
জাগবে বাংলাদেশ।