কাজিরবাজার ডেস্ক :
চলতি মাসে (সেপ্টেম্বর) সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৪ হাজার মামলায় ৩ লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চেয়ে করা রিটের শুনানি ‘নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। অ্যার্টনি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের অবকাশের পরে আসার জন্য বলেছেন আদালত।
বেগম খালেদা জিয়ার প্যানেলের আইনজীবী মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রিট আবেদনের শুনানি করতে গেলে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও আহমদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন- এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন এডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।আইনজীবী মাসুদ রানা জানান, রিটের বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত অবকাশের পর সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরু হলে আবেদনটি শুনানির পরামর্শ দিয়েছেন।