কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
বেকার যুব ও যুব মহিলাদের দক্ষতাবৃদ্ধিমূলক ৭ দিন মেয়াদী (পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ে) অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান। বুধবার সকাল ১১ টায় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহসিন আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল কবীর, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমদ প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কামরুল আলম।