রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ প্রতিনিধি আহাদ বহিষ্কার

15

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জেলা প্রতিনিধি আব্দুল আহাদকে নানা অনিয়ম, শিষ্টাচার ও অযোগ্যতার কারণে গতকাল ২২ মে রোটার‌্যাক্টরদের অভিভাবক রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্ণর লেঃ কঃ এম আতাউর রহমান পীর ইমেইল বার্তার মাধ্যমে বহিষ্কারাদেশ দেন এবং গতকাল হতে অবশিষ্ট দিনগুলোতে রোটার‌্যাক্টরদের যেকোন প্রয়োজনে রোটার‌্যাক্ট কমিটি ও নিজ জোনের লেফটেন্যান্ট গভর্ণরদের পরামর্শ নেওয়ার আহবান জানান।
জানা যায় ডি আর আর আহাদ নির্বাচিত হওয়ার পর থেকেই রোটারি রোটার‌্যাক্ট পরিপন্থী হয়ে একতরফাভাবে নানা গ্রুপ সৃষ্টি করে রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ পরিচালনা করে আসছে। বছর প্রায় শেষের দিকে হলেও সে এখনও অনেক ক্লাবকে ডিরেক্টরী দিতে পারেনি এবং ডিরেক্টরীর টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়। তার এই নজীরবিহীন কার্যক্রমে আন্তর্জাতিক এই সংগঠন অনেকটা রাজনৈতিক সংগঠনে রূপ নিয়েছে। ডিস্ট্রিক্ট গভর্ণর বার বার সতর্ক করার পরেও সে বিষয় গুলো এড়িয়ে যায়। বাধ্য হয়েই ডিজি তাকে বহিষ্কারাদেশ দেন। এদিকে ডি আর আর আহাদের বহিষ্কারের খবরে রোটারেক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশে আনন্দের বন্যা বইছে। সাধারণ রোটারেক্টররা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিজ্ঞপ্তি