বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৫

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে দুইপক্ষের সংঘর্ষে জামান মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৫ জন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জামান মিয়া ওই গ্রামের গেদা মিয়ার ছেলে।
সংঘর্ষের ঘটনায় কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি।
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি’।
নিহতের চাচা শিশু মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে জানান, জামান মিয়ার সাথে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার মধ্যে জমিতে পানি সেচ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়েই দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামান মিয়া গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুলন দেব তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক দুলন দেব জানান, জামান মিয়ার বুকে বল্লমের আঘাত লেগেছে। যে কারণে তার মৃত্যু হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।