কাজী তানভীর :
শনি রবি সোমবার
সপ্তা’র শুরু,
মঙ্গল বুধ যেন
ধীরে যায়,দুরু!
হাফ ছুটি সকলের
বৃহস্পতিতে,
জুম্মাবার কাটে বেশ
মহা ফূর্তিতে।
সপ্তাহে একদিন
জুম্মাবার ছুটি,
খেলাধূলা করি আর
নানাদিক ছুটি।
জমপেশ আয়োজন
ভালো হয় খানা,
ছোটোখাটো এই ঈদে
নেই কিছু মানা।