রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল কর্তৃক বিধবা মহিলাকে ঘর প্রদান

53

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর পক্ষ থেকে গতকাল শুক্রবার বিধবা মহিলাকে ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। ক্লাবের লো-কষ্ট হাউজিং প্রজেক্ট’র আওতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের দুস্থ নারী সূর্যবান বেগমকে এ বছর গৃহায়নের আওতায় আনা হয়েছে। সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের আইপিডিজি প্রফেসর ডঃ মোহাম্মদ তৈয়ব চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আরসি সিলেট সেন্ট্রালের এই প্রকল্প অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানবিক কাজ জনমনে রোটারীর ইমেজ বৃদ্ধি করেছে। তিনি আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাস ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান পিপি মোহাম্মদ রেজাউল করিম রেজা, এডিশনাল পাস ডিস্ট্রিক্ট সেক্রেটারী এম এম আমিন সোহেল। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান আইপিপি অধ্যাপক সাব্বির আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি। বিজ্ঞপ্তি