কুলাউড়া, চন্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা

56

বড়লেখা থেকে সংবাদদাতা :
সর্বকালের দীর্ঘ সময়ের এবারের বন্যায় কুলাউড়া থেকে চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার 20170820_175947সড়কের অবস্থা করুন। এবারের বন্যায় এ আঞ্চলিক মহা সড়কের প্রায় ৫ শত কোটি টাকার ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচু জায়গায় পানিতে নিমজ্জিত চারটি স্থানে প্রতি বৎসর বস্তা বন্দী করে বালি ও ইট ফেলে তাদের দায় সাড়া দায়িত্ব পালন করে। দুর্ভোগ লাঘবের স্থায়ী কোন পরিকল্পনা করেনি কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা য়ায় সড়কে বড় বড় গর্ত হয়ে একাকার হয়ে গেছে, কুলাউড়া থেকে চান্দগ্রাম যেতে জুড়ী নাইট চৌমুহনী, বাছিরপুর, নতুন হাসপাতালের সম্মুখে, কুইয়াছড়ি ও হাতলিয়াঘাট এই  চারটি স্থান নিচু হওয়ার ফলে বছরের ৩ মাস পানির মধ্য দিয়ে এলাকার যানবাহন চলাচল করে। জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার ১৫ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ আঞ্চলিক সড়কটি। পানিতে নিমজ্জিত থাকার ফলে এ অঞ্চলের জন সাধারণ, শিক্ষক, স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া শিক্ষার্থীদের চরম দুর্ভোগ মধ্যে আসা যাওয়া করতে হয়। এ অঞ্চলের পরিবহন শ্রমিক আব্দুর রহিম সেবুল, জামাল উদ্দিন, এখলাছ মিয়া, ছাব্বির আহমদ, সফাত আহমদ সহ শতাধিক ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান প্রতিদিন তারা এ রাস্তা দিয়ে যাতায়াত করে এতে মানুষের যেমন চরম দুর্ভোগ হয় তেমনি আমাদের গাড়ীর ইঞ্জিনে পানি ঢুকে গাড়ী নষ্ট হয়। এক দিন চালালে তিন দিন গাড়ী বন্ধ রাখতে হয়। এভাবে চলতে থাকলে আমাদের বৌ, বাচ্চারা না খেয়ে থাকতে হবে। এ এলাকার জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের দাবী বন্যার পানি কমলে দ্রুত গতিতে রাস্তাটির সংস্কার ও নিচু স্থান গুলো ২ ফুট উঁচু করার দাবী জানান এ এলাকার সাংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।