স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ থেকে ৫৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। বুধবার (১২ মে) রাত সোয়া ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল র্যাব-৯’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতারকৃতের নাম, মো: আমিরুল ইসলাম (৩৫)। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংগেরকাচ গ্রামের মো: আরশ আলীর পুত্র।
র্যাব-৯ জানায়, বুধবার রাত সোয়া ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এরসিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার খন্তারগাও সাকিনস্থ জনৈক সোহেল এর দোকান ঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশী মদ জব্দসহ মাদক ব্যবসায়ী মো: আমিরুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারা মূলে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।