স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার এলাকা থেকে তীর শিলংয়ের এজেন্টসহ ৩ জুয়াড়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত রবিবার রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, রংপুর জেলার মিঠাপুকুর থানার আবিয়াপাড়ার মো: কেতাব উদ্দিনের পুত্র বর্তমানে নগরীর আখালিয়া ধানুহাটারপাড়ের বাসিন্দা মো: জিকরুল মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার লাউরেরগর গ্রামের মৃত কিতাব আলীর পুত্র বর্তমানে নগরীর মিরাবাজারের মৌসুমী এ/১০ নং বাসার বাসিন্দা মো: কামাল হোসেন কালাম (৪০) ও বিশ্বনাথ থানার পাড়ারগাঁও গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র বর্তমানে নগরীর কাষ্টঘরের বাসিন্দা মো: আব্দুর রহমান (২০)।
পুলিশ জানায়, রবিবার রাতে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে কতিপয় জুয়াড়ী এন্ড্রয়েড মোবাইল দ্বারা শিলং এর তীর নামক জুয়ার আসর বসিয়ে জুয়া খেলিতেছে। গোপনে এমন সংবাদ পেয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রংমহল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে শিলং এর তীর (জুয়া) খেলার এজেন্টসহ উল্লেখিত ৩ জুয়াড়ীকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।