স্টাফ রিপোর্টার :
টিলাগড় থেকে ৮ মামলার আসামী কুখ্যাত ছিনতাইকারী জাওয়াদ ইসলাম অর্ণবকে গ্রেফতার করেছে মোগলবাজার থানা পুলিশ। গত রবিবার রাত ১২টায় মোগলাবাজার থানার সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দের নেতৃত্বে ওসি শামসুদ্দোহা পিপিএম, এসআই শিপু কুমার দাশ, এএসআই ওবায়দুল্লাহ শেখ শাহপরাণ এলাকা টিলাগড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী অর্ণব মোগলাবাজার থানার গঙ্গানগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-২৭/১০৩, তারিখ-১৯ মার্চ, ২০১৯; ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; ২। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১৫/৫৯৩, তারিখ- ০৮ ডিসে, ২০১৮; ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; ৩। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৫/৫২২, তারিখ-০১ নভে, ২০১৮; ধারা-১৪৩/১৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০; ৪। এসএমপি এর জালালাবাদ থানার এফ আই আর নং-২/১৯, তারিখ-০১ ফেব্রুয়ারী, ২০১৭; ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; ৫। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-২৫/৩৬০, তারিখ-২৫ নভে, ২০১৬; ধারা-৩৯৪ পেনাল কোড-১৮৬০; ৬। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৪/৫২১, তারিখ- ০২ অক্টে, ২০১৯; ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; ৭। এসএমপি এর মোগলাবাজার থানার এফ আই আর নং-৯/০৯, তারিখ-২২ জানু, ২০২০; ধারা-৩৯২/৪১১ পেনাল কোড-১৮৬০, রয়েছে।