কানাইঘাট থেকে সংবাদদাতা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর সারা দেশের ন্যায় আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কানাইঘাটের ১৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে তাদের ঘর ও জমি প্রদান করবেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন কানাইঘাটের ১৯৩টি উপকার ভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্যার। ইতি মধ্যে উপকার ভোগীদের মধ্যে তাদের ঘর বুঝিয়ে দেওয়া হচ্ছে যা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সারাদেশে ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি সহ ঘর প্রদান করা হচ্ছে। কানাইঘাটে প্রথমে ১৯৩টি ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপকার ভোগী সহ সবাইকে সকাল ৯টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি আহবান জানিয়েছেন।