সিএনজি অটোরিক্সায় গরু তুলে নেয়ার সময় ২ চোর আটক

4

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়ায় দিন-দুপুরে সিএনজি অটোরিক্সায় গরু তুলে নিয়ে যাওয়ার সময় জনতা ২ চোরকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনালি আবাসিক এলাকার যোগিপাড়ায় এ ঘটনা ঘটে। চোর ও সিএনজি অটোরিকশাকে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটককৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদর থানার হাসননগর আলীপাড়ার মৃত আব্দুল মুত্তালিবের পুত্র বর্তমানে নগরীর মীরবক্সটুলা আজাদী ১৩ নং বাসার বাসিন্দা ইমরান আহমদ (৪৬) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কলাউড়া গ্রামের আলী আহমদের পুত্র বর্তমানে নগরীর ফাজিল চিশত ১৮/১৩ নং বাসার বাসিন্দা মো: ইসমাইল আহমদ (২৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও যোগিপাড়ার মাঠে গরুর পাল ঘাস খাচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে এ মাঠ থেকে একটি ডেকা ষাড় বাছুর গরু (সিলেট-থ-১২-৯১৬৪) নং সিএনজি অটোরিকশায় তুলে ২ চোর পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে সিএনজি অটোকারিক্সাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে জালালাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে ২ চোর ও সিএনজি অটোকারিক্সা থানায় নিয়ে যায়। জালালাবাদ থানার ডিউটি অফিসার ২ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খাঁন নিশ্চিত করেন।