জাল সীল ও ল্যাপটপসহ জালিয়াত চক্রের সদস্য রিমন গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত রবিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জালিয়াত মো: শরীফুল ইসলাম উরফে রিমন (২৭)। সে গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর পূর্বভাগ ফকিরটুল গ্রামের মৃত মো: জালাল উদ্দিনের পুত্র। বর্তমানে সে শাহপরান থানার শাহপরান লালখাটংগী এলাকার বাসিন্দা।
জানা গেছে, রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে র‌্যাব-৯’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ডেপুটি কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণে রবিউল ফটোষ্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে মো: শরীফুল ইসলাম উরফে রিমনকে গ্রেফতার করে। এ সময় ১টি ল্যাপটপ, ৮টি সীলমোহর উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।