হাড় কাঁপানো শীত

33

জিল্লুর রহমান পাটোয়ারী

হাড় কাঁপানো শীত পড়েছে,
সারা বাংলা জুড়ে –
কাঁপছে শীতে মানুষ গুলো,
শীত সমুদ্রের ভীড়ে।
শীতের কাঁপন শীতের নাচন,
নাচে ঘাসের ডগায় –
কুমড়ো মাচায় দুলছে শীত,
হাসে কুমড়ো আগায়।
হাড় কাঁপছে হিমেল হাওয়ায়,
হাড় কাঁপানো শীত –
শীতের বুড়ি নাচে দেখো,
গাইছে শীতের গীত।
শীতের বুড়ী বহুরূপী সাজ,
নিচ্ছে শীতের দিনে –
খেটে খাওয়া মানুষ গুলো থাকে,
গরম কাপড় বিনে।