পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কিউইরা

9

স্পোর্টস ডেস্ক :
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস এবং ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৯৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি, নিকোলস এবং মিচেলের সেঞ্চুরিতে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে মোহাম্মদ রিজওয়ানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে গেলে ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত হয় উইলিয়ামসনদের।
তৃতীয় দিনে ৩৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানের জন্য কাজটা যে ভীষণ কঠিন হবে, সেটা বোঝা গিয়েছিল দিনের শেষেই। শুরুতেই উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান আর প্রতিরোধ গড়তে পারেনি।
দলীয় ৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ১৭ রানে আউট হন মোহাম্মদ আব্বাস। ৪৬ রানে তৃতীয় এবং ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। ৮৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর জাফর গহরের ৩৭ আর ফাহিম আশরাফের ২৮ রান পাকিস্তানের সংগ্রহকে ১৮৬ রানে নিতে ভূমিকা রেখেছে। মাঝে ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান লড়াইয়ের চেষ্টা করেছিলেন কিš‘ তেমন কিছু করতে পারেননি।
এদিকে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন এ ইনিংসেও পাকিস্তানকে শেষ করেছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন ৬ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট।
সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। ফলে দুইয়ে নেমেছে অস্ট্রেলিয়া। কিউইদের প্রতিবেশী দেশটির নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৩০২৮ পয়েন্ট ও ১১৬ রেটিং।
এছাড়া ১০০’র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুইটি দেশের। যথাক্রমে ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড।
এদিকে রেটিংয়ের হিসেবে বাংলাদেশকে দশ নম্বরে নামিয়ে নয়ে উঠে গেছে আফগানিস্তান। তাদের নামের পাশে রয়েছে ৫৭ রেটিং। যেখানে বাংলাদেশের রয়েছে সবার চেয়ে কম, মাত্র ৫৫ রেটিং পয়েন্ট।