স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের সেঞ্চুরি এবং হেনরি নিকোলসের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে মাত্র ৩ উইকেটের বিনিময়ে ২৮৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। এদিকে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে করেছে ২৯৭ রান।
পাকিস্তান অলআউট হওয়ার পর ম্যাচের প্রথম দিনে আর ব্যাটিংয়ে নামা হয়নি স্বাগতিকদের। ফলে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই কিউই ওপেনার। তবে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি টম বান্ডেল। ৫৪ বল খেলে করেছেন মাত্র ১৬ রান। সতীর্থ আউট হওয়ার পর বেশিক্ষণ খেলতে পারেননি আরেক ওপেনার টম লাথামও। ৩৩ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়েছেন তিনি। তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা রস টেইলর মাত্র ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।
দ্রুত ৩টি উইকেট পড়ে কিছুটা চাপের মধ্যে পড়ে নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেট পার্টনারশিপে হেনরি নিকোলকে সঙ্গে নিয়ে ২১৫ রানের জুটি গড়েন দলনেতা উইলিয়ামসন। এখন পর্যন্ত দুজনই অপরাজিত রয়েছেন।
১৭৫ বলে ১১২ রান করেন উইলিয়ামসন। তার এই ইনিংসটি ১৬টি রানের মাধ্যমে সাজানো। এদিকে একটুর জন্য দ্বিতীয় দিনে সেঞ্চুরি করতে পারেননি নিকোলস। তবে সুযোগ এখনো রয়েছে। ৮৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ফামিহ আশরাফ এবং মোহাম্মদ আব্বাস।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৯৭ রানেই জুটিয়ে যায় সফররত পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন আজহার আলী । এছাড়াও মোহাম্মদ রিজয়ান করেন ৬১ রান।
কেইল জেমিসন নিউজিল্যান্ডের পক্ষে একাই নেন ৫টি উইকেট। আর ট্রিন্ট বোল্ড এবং টিম সাউদি দুটি করে উইকেট নেন।