কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও থেকে ১২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র। ১ জানুয়ারি শুক্রবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এস আই খালেদ ও মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নন্দিরগাঁও গ্রামের আজমান আলির দোকানের সামন থেকে ১২০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদসহ দুই আসামিকে আটক করে।ধৃতরা হলেন উপজেলার গুজার কান্দি গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র কামাল (৩০) ও নওয়াগাঁও গ্রামের আলকাছ মিয়ার পুত্র নুরুল হক (২৮)। উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দীন পিপিএম এর স্যারের নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই সাথে তিনি মাদকমুক্ত উপজেলা গরতে মাদক সংশ্লিষ্ট যেকোনো অসাধু কার্যক্রমের বিরুদ্ধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা বাসির প্রতি অনুরোধ করেন।