সিলেট রিক্সা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা ২ জানুয়ারি শনিবার দুপুরে সংগঠনের নগরীর জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রিক্সা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় রিক্সা ও ভ্যান গাড়ী শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচিকে আরো বেগবান করতে ও নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, মোঃ ইয়াছিন খান, আবুল হোসেন আবুল, সহ সাধারণ আব্দুল জলিল, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সুবহান, আইন বিষয় সম্পাদক অবঃ এস.আই শাহ আলম, প্রচার সম্পাদক দীন ইসলাম, সহ প্রচার সম্পাদক নুনু মিয়া, মালিকদের পক্ষে রাসেদ আহমদ, বাহার উদ্দিন, কোরবান আলী, মোবারক আলী, লাল মিয়া, বজলুর রহমান চৌধুরী, সোহেল আহমদ, জামাল আহমদ, জুলহক মিয়া, ফারুক মিয়া, মিজানুর রহমান মোল্লা, আবুল হোসেন, আব্দুস শহীদ বকস, শ্রমিকনেতা সাজু মিয়া, আবুল কালাম, রেনু মিয়া, রাসেল আহমদ, এমদাদুল হক আব্দুল্লাহ, আনিছুর রহমান, নুরুল হক, ইকবাল হোসেন, আব্দুর রশীদ, সিদ্দিক খান, আব্দুল মালেক প্রমুখ।
সভায় নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সভা, মতবিনিময় সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এতে সিলেটের রিক্সা-ভ্যান মালিক-শ্রমিক শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে অংশ গ্রহণ করার আহবান জানানো হয়।
শ্রমিকদের প্রাণের দাবী সিসিক কর্তৃপক্ষ না মানা পর্যন্ত শ্রমিকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি